ভারতকে খুশি করে তৃপ্তি পায় সরকার: ফয়জুল করীম

সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম - ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:৫৭ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১১:০০
'শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করেছি'- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের এ বক্তব্যের প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। জাতীয় প্রেস ক্লাবের সামনের সমাবেশে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ভারতকে খুশি করে সরকার তৃপ্তি পায়।
সমাবেশের পর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর শাখা আয়োজিত সমাবেশে ফয়জুল করীম বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে, সরকার ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে হবে। তিনি সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন। সেখানে কি তিনি দেশ বিক্রির চুক্তি করবেন? কী চুক্তি করবেন তা ভারত যাওয়ার আগে দেশবাসীকে জানাতে হবে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সার ও ডিজেলের দাম কমানো এবং লোডশেডিং বন্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান ও মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।