সরকারের দালাল ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: ড. মোশাররফ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ১০:৩৩ | আপডেট: ২৬ আগস্ট ২০২২ | ১০:৩৩
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের দালাল হিসেবে কাজ করছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো এরাও ভুয়া নির্বাচন করবে।
তিনি বলেন, সংলাপে অংশ নিয়ে বেশির ভাগ রাজনৈতিক দল ইভিএমের বিরুদ্ধে বলেছে। ইভিএম এমন পদ্ধতি, যেটি মানুষ পরিবর্তন করতে পারে। বিশ্বের উন্নত দেশগুলো ইভিএম পদ্ধতি বাতিল করে দিয়েছে। এ দেশের মানুষ নিজের হাতে ভোট দেওয়ার অধিকার পান না, সেখানে ইভিএমের মাধ্যমে কীভাবে ভোট নিশ্চিত হবে? অতীতে বিনা ভোট ও রাতের ভোটের মতো এবার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে ইভিএমের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চাইছে। কিন্তু জনগণ তা গ্রহণ করবে না।
এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।