ইশরাকসহ বিএনপির ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ০৮:৪৯ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ১০:২৭
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। গতকাল রোববার পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করে।
এ মামলায় ইশরাক হোসেন ছাড়াও ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ককটেল ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে মামলাটি করেন।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সিকদার মহিতুল আলম সমকালকে বলেন, এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।
ইশরাক ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী, দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাদল সরদার, মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি পাভেল শিকদার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা জামসেদুল আলম শ্যামল, ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন জিকু, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাইসুল হাসান হবি, ৬৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি কাউসার খান, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মামুন আহম্মেদ খান, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মোসলেহ উদ্দিন, একই ওয়ার্ডের সদস্য সচিব সাইফুল ইসলাম বাদল, একই ওয়ার্ডের সদস্য ফজলুল হক, ৬৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু ওরফে আব্দুল লতিফ খান মিনু, একই ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি শুভ হাসান বাবু, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হানিফ, একই ওয়ার্ডের সদস্য সচিব ওয়াসিম, একই ওয়ার্ডের নেতা শাকিল আহমেদ মোল্লা এবং হাসানুল কবির।
তাদের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ২০০-২৫০ জন হামলা-ভাঙচুরের ঘটনায় অংশ নেয় বলে উল্লেখ করেছে পুলিশ।
এ মামলার জাহারে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর মধ্যরাতে যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে যানবাহনে ভাঙচুর ও ককটেল ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন। তারা পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানেও ভাঙচুর চালান ও ইটপাটকেল ছোড়েন।
এতে ১১ জন পুলিশ কনস্টেবল ও একজন এসআই আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর বাড়তি পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ককটেল ফাটিয়ে নেতাকর্মীরা পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের কাছ থেকে পুলিশ এই ঘটনায় জড়িতদের নাম জানতে পারে।
- বিষয় :
- ইশরাক হোসেন
- মামলা
- বিএনপি