ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

জঙ্গি তকমা দিয়ে বিদেশিদের ভোলানো যাবে না: গয়েশ্বর

জঙ্গি তকমা দিয়ে বিদেশিদের ভোলানো যাবে না: গয়েশ্বর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৪০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ১০:৪০

আওয়ামী লীগ সরকার স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, জঙ্গিবাদের তকমায় 'বিদেশিদের আর ভোলানো যাবে না'।

বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আটক নেতাকর্মীর মুক্তি দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) এই মানববন্ধনের আয়োজন করে।

বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদেশিদের চোখ পরিষ্কার হয়ে গেছে। জঙ্গিবাদ নিয়ে শুধু নাটক আর নাটক। এখন এসব তকমা চলে না। আমাদের ১০ দফা বহু কথা।

তিনি শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের পথে ফিরে আসুন। সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য জাতিকে সহযোগিতা করুন। পদত্যাগ না করলে পেছনে হটার সময় নেই। আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশে নেই, বিদেশেও নেই। রক্তপাত ঘটাবেন না, কথায় কথায় গুলি করবেন না। পুলিশকে জনগণের শত্রু বানাবেন না।

বিএনপির এই নেতা বলেন, আজকে নিষেধাজ্ঞার কথা বলছেন। বিদেশিরা নিষেধাজ্ঞা আর কত দেবে। জনগণ নিষেধাজ্ঞা দিয়ে বসে আছে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীর অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।

whatsapp follow image

আরও পড়ুন

×