আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের শেষ বৈঠক আজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ২১:৩৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ২১:৪৮
বৈঠকে জাতীয় সম্মেলনে উপস্থাপনের জন্য তৈরি সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন অনুমোদন দেওয়া হবে। দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক প্রতিবেদন বৈঠকে তুলে ধরবেন। এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ সভাপতির জন্য বরাদ্দ (কো-অপ্ট) ১০০ কাউন্সিলর অনুমোদনের কথা রয়েছে।
এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দল পরিচালনার ব্যাপারে আগামী নেতৃত্বের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সমসাময়িক রাজনীতি এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।
দলের রীতি অনুযায়ী আলোচনা শেষে কার্যনির্বাহী সংসদের আজকের বৈঠক মুলতবি ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্মেলেনের কাউন্সিল অধিবেশন শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত বর্তমান কমিটির কার্যনির্বাহী সংসদের বৈঠক মুলতবি থাকবে। তবে প্রয়োজনে যে কোনো সময় মুলতবি সভা ডাকতে পারেন দলীয় সভাপতি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- কার্যনির্বাহী সংসদ
- বৈঠক