ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

‘রাজপথেই সরকার পতনের আন্দোলনকে তরান্বিত করা হবে’

‘রাজপথেই সরকার পতনের আন্দোলনকে তরান্বিত করা হবে’

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:১৯

রাজপথে থেকেই সরকার পতনের আন্দোলনকে তরান্বিত করা হবে বলে মন্তব্য করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শনিবার পুরানা পল্টন মোড়ে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের উদ্যোগে এক সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন। ‘জ্বালানি ও গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘ভোটারবিহীন সরকার তার পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। ক্ষমতা টেকসই হওয়ার জন্য সীমাহীন দমন-পীড়ন করছে। কিন্তু সরকার ভুলে গেছে দমন-পীড়ন করে পৃথিবীর কোনো স্বৈরাচার শক্তি টিকতে পারেনি। এই সরকারও টিকতে পারবে না। তারা শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি, ক্ষমতায় থাকার জন্য গুম, খুন ও ক্রস ফায়ারের পথ বেছে নিয়েছে। বিরোধ দলের হাজার হাজার নেতাকর্মীদেরকে কারাগারে দিয়ে তারা মনে করেছে ক্ষমতা চিরস্থায়ী। সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না।’

তিনি বলেন, ‘বিভাজনের রাজনীতি করতে সিদ্ধহস্ত বর্তমান অবৈধ সরকার। তারা আমাদেরকে নানারকম প্রলোভন দেখিয়ে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু গণতন্ত্রের জন্য আমরা সব সময় রাজপথে ছিলাম ও থাকবো।’

জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার বলেন, ‘আমাদের ওপর যত নির্যাতন করা হবে আমরা ততই রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনকে তরান্বিত করবো। কোনো রক্তচক্ষু আমরা ভয় পাই না। সরকারের মনে রাখা উচিত, বাকশাল কায়েম করে টিকে থাকতে পারেনি। এখনও যতই স্বৈরাচারী মনোভাব নিয়ে দমন-নীপিড়ন করা হোক, টিকে থাকা যাবে না।’

অন্যান্যদের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি সৈয়দ ওমর ফারুক পীরসাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি এডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসাইন মৃধা, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশা, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলীম উল্লাহ আলীম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি মো. ওমর ফারুকসহ প্রমুখ।

আরও পড়ুন

×