খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৩ | ১৬:৩২ | আপডেট: ০৮ মে ২০২৩ | ১৬:৩২
আজ সোমবার রাত সোয়া ৮টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মান্না। সাক্ষাৎ শেষে রাত ১০টার দিকে তিনি বের হন। এ সময় বিএনপি প্রধানের শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন বলে জানান মান্না।
এদিকে নাগরিক ঐক্যের দলীয় সূত্র জানায়, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতা দীর্ঘ আলোচনা করেন। সেখানে আগামী আন্দোলন, নির্বাচন, কূটনৈতিক তৎপরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য বিষয়ও রয়েছে।