ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

দুপুরে ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

দুপুরে ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০৬:২৭ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৬:২৭

রাজধানীতে আগামী বুধবার সমাবেশ করতে চায় বিএনপি। এই সমাবেশের অনুমতি চেয়ে গত শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দলটির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার দুপুরে ডিএমপিতে যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।

বিএনপি দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, দুপুরে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং দলটির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

/এসআর/

আরও পড়ুন

×