ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ শনিবার

রাজধানীতে ইসলামী আন্দোলনের সমাবেশ শনিবার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ১১:৪৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৩ | ১১:৫১

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখা শনিবার রাজধানীতে সমাবেশ করবে। বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবশে অনুষ্ঠিত হবে। 

সরকার ও প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলার অভিযোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি থাকবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বক্তব্য রাখবেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। 

ঢাকা মহানগরীর ৫২টি সাংগঠনিক থানা শাখার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন বলে সংগঠনের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ূমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

আরও পড়ুন

×