সরকারের দমন-পীড়নের নতুন পন্থা ইন্টারনেট শাটডাউন: বিএনপি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৮:২৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ১৮:৪৬
আওয়ামী লীগ সরকার নিত্যনতুন দমন-পীড়নের পন্থা বেছে নিচ্ছে। যার সর্বশেষ সংযোজন ‘ইন্টারনেট শাটডাউন’ (ইন্টারনেট নিয়ন্ত্রণ) বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে, ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকারগুলো খর্ব করার সঙ্গে জড়িতদের উপযুক্ত আদালতে বিচার করা হবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, সাধারণত ‘ব্ল্যাকআউট’, ‘থ্রটলিং’ ও ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক’, এই তিন ধরনের ইন্টারনেট শাটডাউন করা হয়। বিএনপির প্রতিবাদ সমাবেশের স্থানগুলোতে সমাবেশ চলাকালীন ইন্টারনেট ‘ব্ল্যাকআউট’ এবং ‘থ্রটলিং’ এর ঘটনা ঘটছে। মোবাইল ফোন অপারেটরদের আওয়ামী লীগ সরকার বাধ্য করছে ‘ব্ল্যাকআউট’ এবং ‘থ্রটলিং’ করার জন্য।
ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদ জানিয়ে ওয়াহিদুজ্জামান বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে, ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকারগুলো খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচার করবে। একইসঙ্গে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী সব টেলিকম অপারেটরদের ইন্টারনেট শাটডাউন করা থেকে বিরত থাকতে এবং সরকার কর্তৃক ইন্টারনেট শাটডাউন করার সব নির্দেশ জনসম্মুখে প্রকাশ করার জন্য অনুরোধ করছি।
তিনি বলেন, ‘ব্ল্যাকআউট’ এবং ‘থ্রটলিং’ জনগণের তথ্য জানার অধিকারকে খর্ব করে। অবাধ তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হলে, তা গুজব ও ভুল তথ্যকে অনলাইনে ছড়িয়ে পড়তে সহায়তা করে, যা একসময় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সহিংসতাকে উস্কে দিতে পারে। নাগরিকদের ইন্টারনেট সংযোগের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের একটি দায়িত্ব। কোনো নাগরিকের ইন্টারনেট সংযোগের অধিকার অযৌক্তিকভাবে খর্ব করা বা সীমাবদ্ধ করার মতো মানবাধিকার বিরোধী কাজ রাষ্ট্রের করা উচিত নয়।
ওয়াহিদুজ্জামান বলেন, সরকারের অবাধ নজরদারির ঝুঁকির মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো আজকাল নেতাকর্মীদের সঙ্গে নিরাপদ যোগাযোগের জন্য ইন্টারনেটকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করে। ‘ব্ল্যাকআউট’ এবং ‘থ্রটলিং’ সেই দলীয় যোগাযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ও মৌলিক স্বাধীনতাকে লঙ্ঘন করে। ইন্টারনেট শাটডাউন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পথে অন্তরায়। এছাড়া ইন্টারনেট শাটডাউন গণতান্ত্রিক অধিকারগুলোকে সীমিত বা খর্ব করার মাধ্যমে একটি দেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা থেকে দূরে সরিয়ে দেয়।
- বিষয় :
- বিএনপি
- ইন্টারনেট শাটডাউন
- আওয়ামী লীগ