ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

কাঙ্ক্ষিত স্থানে সমাবেশের অনুমতি পেল না চরমোনাই পীরের দলও

কাঙ্ক্ষিত স্থানে সমাবেশের অনুমতি পেল না চরমোনাই পীরের দলও

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৩:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৩:৪৭

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি পায়নি চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব ইউনুস আহমাদ সমকালকে জানিয়েছেন, উত্তর গেটে অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার পুরানা পল্টনের হাউজ বিল্ডিং গলিতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে।

নয়াপল্টনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার মহাসমাবেশ করতে চেয়ে অনুমতি চেয়েছিল বিএনপি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বা সোহরাওয়ার্দীতে এই সমাবেশে পাল্টা সমাবেশের ডাক দিয়েছিল আওয়ামী লীগের তিন সংগঠন।

কর্মবিদসে রাস্তা আটকে সভা-সমাবেশ হলে জনদুর্ভোগ হয়, এ যুক্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আওয়ামী লীগ ও বিএনপিকে নয়াপল্টনে, দক্ষিণ গেটে বা সোহরাওয়ার্দীতে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি। এর ধারবাহিকতায় অনুমতি পায়নি ইসলামী আন্দোলনও।

দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে হাউজ বিল্ডিং গলিতে সমাবেশ করার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এই সড়কটি সমাবেশ করার উপযোগী নয়। অনিচ্ছা সত্ত্বেও সেখানে সমাবেশ করতে হচ্ছে।

গত সোমবার পুলিশের বাধায় বাগেরহাটের মোড়েলগঞ্জে দলীয় সভায় বক্তৃতা করেন পারেননি ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। এর প্রতিবাদে এবং নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ ডাকে দলটি।

বিএনপির একদফা আন্দোলনে যোগ দেওয়া দলগুলোও ২৭ জুলাই সমাবেশ করার ঘোষণা দিয়েছে। একই দিনে ইসলামী আন্দোলন সমাবেশের ডাক দেওয়ায়, বিএনপির সঙ্গে সম্পর্কের গুঞ্জন তৈরি হলেও তা নাকচ করেছে দলটি।

আরও পড়ুন

×