ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

সমাবেশ পেছাল বিএনপির সমমনারাও

সমাবেশ পেছাল বিএনপির সমমনারাও

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ২০:১৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ২০:১৭

বিএনপির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটও তাদের মহাসমাবেশ কর্মসূচি পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দিয়েছে।

তবে গণতন্ত্র মঞ্চ তাদের বৃহস্পতিবারের মহাসমাবেশ কর্মসূচি স্থগিত করেছে। এ জোট বলেছে, বৃহস্পতিবার বিএনপির সঙ্গে বৈঠক শেষে তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবে।

এ ছাড়া ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (রেজা) এবং অন্যান্য দল তাদের ঘোষিত কর্মসূচি শুক্রবার পালন করার ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, বিএনপির বৃহস্পতিবারের সমাবেশ এক দিন পিছিয়ে শুক্রবার দুপুর ২টায় করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপির বৃহস্পতিবারের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে হবে।

বিএনপির মহাসমাবেশ পেছানোর আনুষ্ঠানিক ঘোষণার আধাঘণ্টার মধ্যে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ পেছানোর ঘোষণা আসে। বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সমকালকে বলেন, শুক্রবার দুপুর আড়াইটায় হবে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে তাদের সমাবেশ।

আরও পড়ুন

×