ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

চূড়ান্ত দফা দেওয়ার সময় এসেছে, তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে: নুর

চূড়ান্ত দফা দেওয়ার সময় এসেছে, তারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে: নুর

নুরুল হক নুর- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩ | ১৯:০৭ | আপডেট: ২৮ জুলাই ২০২৩ | ১৯:০৮

গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘সবাইকে আহ্বান জানাব, ঢাকায় চলে আসুন। এখন চূড়ান্ত দফা দেওয়ার সময় এসেছে। তাদের (ক্ষমতাসীনদের) কাঁপন শুরু হয়েছে। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।’

শুক্রবার নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ সমাবেশ হয়।

সমাবেশে নুরুল হক বলেন, ‘প্রশাসনের অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। কোথায় কী হচ্ছে, তা আমরা জেনে যাচ্ছি। তাই ইন্টারনেট বন্ধ করে লাভ নেই। তারা আমাদের জানিয়েছে, আমরা যদি দাঁড়িয়ে যাই, তারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে যাবে।’ নেতাকর্মীদের আগামীর সব কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

আন্দোলন শুরু হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, বিজয় ছাড়া আর এই আন্দোলন থামবে না। দাবি আদায় না করে ঢাকা ছাড়া হবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন  গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পল্টন মোড় হয়ে আবার শেষ হয় কেন্দ্রীয় কার্যালয় এসে।

আরও পড়ুন

×