ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

শেখ হাসিনা কোন দুঃখে পদত্যাগ করবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

শেখ হাসিনা কোন দুঃখে পদত্যাগ করবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৭ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ | ১৬:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দাবি একটাই- শেখ হাসিনাকে হটাতে হবে। তিনি কোন দুঃখে, কেন পদত্যাগ করবেন? কোন দেশের নির্বাচনী নীতিমালায় এটা আছে?

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সুধী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আজ বিমানবন্দর এলাকা থেকে পথে পথে মানুষ আর মানুষ। এটা (সুধী সমাবেশ) তো মহাসমুদ্র হয়ে গেছে।

তিনি বলেন, শুক্রবারের ছাত্রসমাবেশ দেখে ষড়যন্ত্রকারীদের চোখে ঘুম নেই। আজ তো ওরা (বিএনপি) এই ছবি দেখে মুর্ছা যাবে, ওরা হারিয়ে যাবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির এক দফা আর আন্দোলন তো এখন নাই। মাঝে মাঝে তারা আন্দোলনে গ্যাপ দেয়। তখন বিএনপি নেতারা এয়ারকন্ডিশন রুমে হিন্দি সিরিয়াল দেখেন। আর বাইরে পুলিশের গতিবিধি লক্ষ্য করেন। এর চেয়ে কাপুরুষ আর আছে! এক কাপুরুষ তো দেশ থেকে পালিয়ে গেছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়েছিলেন- আর রাজনীতি করবেন না বলে। দেশের মানুষ এই লুটপাটকারী, ষড়যন্ত্রকারীকে কোনোদিন মানেনি, মানবেও না।

সিয়েরা লিওনে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই নিষেধাজ্ঞার কথা শুনে বিএনপি নেতাদের মধ্যে কিছুটা উল্লাসের ভাব দেখা যাচ্ছে। সিয়েরা লিওন যা করলো, সেই কুকর্ম তো তোমরা করেছ। ক্ষমতায় থাকতে তোমরা জালিয়াতির নির্বাচন করেছো। আগামী নির্বাচনে যারা বাধা দেবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কেন আসবে না? তারাই তো অপরাধী।’

তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের সিয়েরা লিওনের কথা ,গ্যাবনের কথা বলে লাভ নেই।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সুধী সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সকল সংকটে যেমন বঙ্গমাতা সহযোদ্ধা ছিলেন; তেমনি নেত্রী শেখ হাসিনার সংকটে শেখ রেহানাকে দেখি। এতে সেই পুরনো দিনের হারানো স্মৃতি বারবার মনে পড়ে। সংকটে শেখ হাসিনাও একা নন, পাশে বোন রেহানা দাঁড়িয়ে আছেন দৃঢ়চিত্তে পিতা মুজিবের স্বপ্নকে সামনে রেখে।

আরও পড়ুন

×