তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিটি নির্বাচনে 'লেভেল প্লেয়িং ফিল্ড' আছে, তবে সেটি বিএনপির পক্ষে। কারণ, পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেই দেশেও মন্ত্রী ও সংসদ সদস্যরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারে। পৃথিবীর অন্যান্য সংসদীয় গণতন্ত্রের দেশেও এ সুবিধা রয়েছে। অথচ আমরা তা পারছি না।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন তথ্য সচিব কামরুন নাহার, নবনির্বাচিত কমিটির সভাপতি খোরশেদ আলম খসরু, সহসভাপতি কামাল মো. কিবরিয়া (লিপু), শহীদুল আলম, সাধারণ সম্পাদক সামসুল আলম, সহকারী সাধারণ সম্পাদক ইকবাল ও আলিম উল্যাহ, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সিদ্দিকী মনির প্রমুখ।

চট্টগ্রাম গণহত্যার বিচারে তথ্যমন্ত্রীর সন্তোষ : চট্টগ্রাম গণহত্যার বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, '৩২ বছর পর এই হত্যা মামলার রায় হয়েছে। এ জন্য অবশ্যই আমরা সন্তুষ্ট। এ গণহত্যা চালানোর জন্য ঢাকা থেকে যারা নির্দেশ দিয়েছিল তাদেরও আইনের আওতায় আনা প্রয়োজন।' একই সঙ্গে ১৯ বছর আগে সিপিবির সমাবেশে হামলার বিচার নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।

আইন-আদালত স্বাধীন : দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ বেশ কয়েকজন সাংবাদিকের হাইকোর্ট থেকে জামিন পাওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে আইন এবং আদালত স্বাধীনভাবে কাজ করছে, তাদের জামিন পাওয়ার মাধ্যমে এটিই প্রমাণিত হয়েছে।