আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জাতীয় কাউন্সিল সামনে রেখে দলের ১৮টি জেলা ও চারটি মহানগর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ জানুয়ারি পিরোজপুর, ২৫ জানুয়ারি বরিশাল জেলা ও মহানগর, ২৬ জানুয়ারি কপবাজার, ৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল, ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা ও মহানগর, ৮ ফেব্রুয়ারি নেত্রকোনা ও ঠাকুরগাঁও, ৯ ফেব্রুয়ারি যশোর ও নীলফামারী, ১০ ফেব্রুয়ারি গাইবান্ধা ও সাতক্ষীরা, ১১ ফেব্রুয়ারি দিনাজপুর, ১২ ফেব্রুয়ারি রংপুর জেলা ও মহানগর, ১৩ ফেব্রুয়ারি কুড়িগ্রাম, ১৪ ফেব্রুয়ারি শেরপুর, ঝালকাঠি, খুলনা জেলা ও মহানগর এবং ১৫ ফেব্রুয়ারি ভোলা জেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

এসব জেলা ও মহানগর সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।