- রাজনীতি
- নৌকার পক্ষে নামবে ইসলামী গণতান্ত্রিক পার্টি
নৌকার পক্ষে নামবে ইসলামী গণতান্ত্রিক পার্টি

ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভোটের প্রচারে নামবে ইসলামী গণতান্ত্রিক পার্টি। শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান এম এ আউয়াল।
সাবেক এমপি এম এ আউয়াল বলেছেন, উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে সমন্বিত নগর ব্যবস্থাপনা দেখতে চায় ইসলামী গণতান্ত্রিক পার্টি। ইতোমধ্যে তাদের ভোটের প্রচারে সাধারণ মানুষের কাছে তা স্পষ্ট হয়েছে। নৌকার দুই প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টির। নৌকার পক্ষে ভোটের প্রচারে নামতে দু'টি কমিটি করেছেন। শনিবার থেকে আতিকুল ও তাপসের পক্ষে জনসংযোগ করবে ইসলামী গণতান্ত্রিক পার্টি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব অ্যডভোকেট মো. নুরুল ইসলাম খান, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, মাওলানা মেহেদি হাসান বুলবুল প্রমুখ।
মন্তব্য করুন