ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ এবং একই স্থানে জমা দেওয়া যাবে।

এই তিন শূন্য আসনে আগামী ২১ মার্চ ভোট গ্রহণ করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পদত্যাগের কারণে ঢাকা-১০ আসন শূন্য হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য ইউনুস আলী সরকারের মৃত্যুতে গাইবান্ধা-৩ ও মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসন শূন্য হয়।