জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্রের সব পর্যায়ে ব্যবহার না করে বাংলা ভাষাকে অবরুদ্ধ করা হয়েছে। সর্বোচ্চ আদালতের রায়, উচ্চ শিক্ষায় ও গবেষণা কর্মে বাংলা ভাষা ব্যবহার না করায় মূলত ভাষা বিকশিত না হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। শহীদদের রক্তে রঞ্জিত মহান একুশের সব চেতনাই আজ বিপন্ন। নির্বাচনী প্রহসন ও দুঃশাসনের মধ্য দিয়ে '৬২, '৬৯, '৭১-এর সব অর্জনকেই ম্লান করে দেওয়া হচ্ছে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আ স ম আবদুর রব বলেন, ভাষা আন্দোলনের ৬৭ বছর পরও এদেশের জনগণ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত। দেশে চলছে হত্যা, ধর্ষণ, লুটপাটের মহোৎসব। তাই এবারের একুশে ফেব্রুয়ারিতে জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারসহ স্বাধীন দেশোপযোগী রাষ্ট্রপ্রশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার শপথ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, '৫২-এর একুশে ফেব্রুয়ারির রক্ত শপথ নিয়ে গোটা জাতি ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে '৭১-এ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে। যার ঘোষণা ও লক্ষ্য ছিল সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা এবং দেশ পরিচালনায় সর্বস্তরের জনগণের অধিকার, ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মো. সিরাজ মিয়া, সহসভাপতি বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা, এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিপন, ইঞ্জিনিয়ার আবুল মোবারক, মোশাররফ হোসেন, সামসুদ্দিন মজুমদার, তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

নুর আলম জিকুর স্মরণসভা শুক্রবার

জেএসডির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুর আলম জিকুর মৃত্যুবার্ষিকী শুক্রবার। এ উপলক্ষে জেএসডির উদ্যোগে সকাল ৯টায় মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এবং বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।