- রাজনীতি
- গণআন্দোলন শুরু করতে আর দেরি নয়: রিজভী
গণআন্দোলন শুরু করতে আর দেরি নয়: রিজভী

ফাইল ছবি
দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই গণআন্দোলন গড়ে তুলতে আর দেরি করা হবে না।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
রুহুল কবির রিজভী বলেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির জন্য এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই গণআন্দোলন শুরু করতে আর বিলম্ব করা যাবে না এ মুহূর্তে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ বর্তমান সরকার অগণতান্ত্রিক সরকার, অনির্বাচিত সরকার।
তিনি বলেন, এ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। খালেদা জিয়াকে মুক্তির মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষের ব্যক্তিস্বাধীনতা ফিরে আসবে।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, এ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। অসংখ্য বেকার তরুণ হতাশায় নিমজ্জিত। চারদিকে শুধু নৈরাজ্যের বিভীষিকা। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক মোস্তাফিজুর রহমান মনির, সাবেক সদস্য ডা. জাহিদুল কবির, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।
মন্তব্য করুন