- রাজনীতি
- শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান স্বজনরা
শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান স্বজনরা

ফাইল ছবি
দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা।
শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা দেখা করতে চান। এজন্য গত বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
আবেদনে খালেদা জিয়ার ভাতিজা শাফিন ইস্কান্দার, ভাতিজার বউ অরণী ইস্কান্দার, ভাতিজা অভিক ইস্কান্দার, ভাগিনা শাহরিয়া হক ও ছোট ভাইয়ের বউ কানিজ ফাতিমা দেখা করতে চান বলে উল্লেখ করা হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আগামী রোববার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
মন্তব্য করুন