- রাজনীতি
- ফেসবুকে ভুয়া পেজ বিষয়ে সতর্ক করল আ'লীগ
ফেসবুকে ভুয়া পেজ বিষয়ে সতর্ক করল আ'লীগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নামে ভুয়া পেজ খুলে সেখান থেকে বিভিন্ন ধরনের গুজব এবং মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের নামে থাকা এসব পেজ পরিচালক-অ্যাডমিনদের পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানিয়েছে দলটি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, আওয়ামী লীগের
নামে কিছু 'ফেক ফেসবুক অ্যাকাউন্ট/ পেজ' পরিচালিত হচ্ছে এবং এসব পেজ থেকে নানা রকম গুজব এবং মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে।
এতে আরও বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে- সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক, টুইটার ও ইউটিউবে অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হচ্ছে-
ফেসবুক https://www.facebook.com/awamileague.1949/
টুইটার: https:// twitter.com/albd1971 ইউটিউব: https:/www.youtube.com/user/myalbd
এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেসবুক পেজও রয়েছে। এগুলো হচ্ছে- আওয়ামী লীগের ডাটাবেজ টিম থেকে পরিচালিত https://www.facebook.com/awamileague/(albd.org)
দপ্তর বিভাগ থেকে পরিচালিত https://www.facebook.com/Bangladesh-Awami-League-Office-Cell
তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত Bangladesh Awami League Information & Research Division
বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত https://www.facebook.com/বন ও পরিবেশ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পেইজ ছাড়া আওয়ামী লীগের নামে থাকা অন্যান্য পেজগুলোর পরিচালক-অ্যাডমিনদের পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন