সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছেন সিইসি: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:১৫ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ১৩:১৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের টুলস (হাতিয়ার) হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই সিইসি একেক সময়ে একেক কথা বলেন। তাকে বসানোই হয়েছে একটা কারচুপির নির্বাচন করার জন্য। তার কাজই হচ্ছে আগামী নির্বাচনটা কীভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায়। তার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা যাবে না।’
রোববার দুপুরে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক বিষয়ক এক সেমিনারে সভায় তিনি এই অভিযোগ করেন। গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, কাঠামোগত সংস্কার এবং প্রধান অংশীজনদের ভূমিকা- শীর্ষক সেমিনারের আয়োজন করে এনডিএম পরিচালিত গবেষণাধর্মী সংস্থা গভার্নেন্স এন্ড পলিসি রিসার্চ (জিপিআর)।
আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে, এটা যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বসবাস করছেন। তাই রাজপথেই ফয়সালা হবে।’
তিনি বলেন, ‘আদালত জামিন দেবে না, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন দেবে না, ব্যাংকগুলো লুটপাটের জন্য কাউকে দায়ী করবে না, কারণ চটা একটা ফ্যাসিস্ট রেজিমের অধীনে আছে। এখানে আইনের শাসন প্রত্যাশা করে কোনো লাভ হবে না।’
সরকারের ভোটচুরির প্রকল্পের অংশ নির্বাচন কমিশন, বিচার বিভাগ জড়িত দাবি করে আমীর খসরু বলেন, ‘হিটলারের সময় আইন ছিল, যদি নাজি পার্টির সঙ্গে আইনের কোনো সংঘর্ষ হয় তাহলে নাজি পার্টি প্রাধান্য পাবে। মুসোলিনি, স্ট্যালিনের সময়ও এমনই নীতি ছিল। বাংলাদেশেও এখন এমন। অনেকে ১০ বছরেও জামিন পাচ্ছে না। এর সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই। বিচারকরা মাস্টারের আনুগত্য প্রদর্শন করছেন মাত্র।’
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের অধিকার আওয়ামী লীগের নেই জানিয়ে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সকল রাজনৈতিক দলের ঐকমত্যে হয়েছিল। এটা বাতিল করতে হলেও সকলের ঐকমত্যে বাতিল করতে হবে। কিন্তু আওয়ামী লীগ এককভাবে এটা বাতিল করলো। এটা অবৈধ কাজ, এটা বাতিল করার তার অধিকার তাদের নেই।’
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘পুলিশ, বিচারসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে, চেহারা না দেখে তাদের বক্তব্য শুনলে মনে হবে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছে।’
এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে ও এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব মমিনুল আমিনের সঞ্চালনায় সেমিনারে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।
- বিষয় :
- প্রধান নির্বাচন কমিশনার
- আমীর খসরু