- রাজনীতি
- লকডাউন শিথিলের ঘোষণা আত্মঘাতী: ওয়ার্কার্স পার্টি
লকডাউন শিথিলের ঘোষণা আত্মঘাতী: ওয়ার্কার্স পার্টি

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতির ক্রমবর্ধমান অবস্থায় সারাদেশে লকডাউন শিথিল করার সরকারি ঘোষণায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, এটা হবে তীরে এসে তরী ডোবার শামিল। সরকারের এই ঘোষণা অবিবেচনাপ্রসূত ও আত্মঘাতী।
বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার কোন বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এবং নিচ্ছে তা জানা যায়নি। তবে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে যে সভার বরাত দিয়ে সরকারকে এই পরামর্শ দেওয়া হয়, তাতে কোনো বিশেষজ্ঞের উপস্থিতি দেখা যায়নি। করোনাভাইরাসের কারণে অর্থনীতিকে সচল করার যে যুক্তি আনা হচ্ছে সেটাও গ্রহণযোগ্য নয়।
এতে বলা হয়, এদেশের মানুষ মুক্তিযুদ্ধের কঠিন সময়েও ঈদ উদযাপন করেছে। এবারও যে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই তা মুক্তিযুদ্ধের ওই চেতনা দিয়েই মোকাবেলা করতে হবে।
করোনা সংক্রমণ নিম্নগামী না হওয়া পর্যন্ত লকডাউনসহ সামাজিক দূরত্ব কঠোরভাবে নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন