করোনা যুদ্ধে ফ্রন্টলাইনের যোদ্ধাদের সুরক্ষার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নের্তৃবৃন্দ বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টলাইনের যোদ্ধাদের যুদ্ধাস্ত্র নিয়ে আর অবহেলা নয়। করোনা যুদ্ধে ডাক্তার, নার্স, সাংবাদিক, টেকনোলোজিস্ট ও স্বাস্থ্যকর্মীসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের ন্যায় ফ্রন্টলাইনের কর্মীদের জন্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট গাফিলতি হয়েছে। ফলে স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ক্রমান্বয়ে বেশি হারে করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা উদ্বেগজনক যে, আক্রান্তের ৯ শতাংশই পুলিশের সদস্য। বিভিন্ন উৎস থেকে সরবরাহ করা এ সকল পিপিই ডব্লিউএইচও (হু) ঘোষিত নির্দেশিকা অনুযায়ী মানসম্মত না হওয়ায় ব্যপক সংখ্যায় স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। এভাবে চলতে থাকলে স্বাস্থ্য ব্যবস্থাসহ সকল জরুরি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙ্গে পড়বে।

তারা বলেন, বিদ্যমান চিকিৎসা ও দুর্যোগ মোকাবিলা অব্যাহত রাখার জন্য ফ্রন্টলাইনের কর্মীদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা বিশেষ প্রয়োজন। এ জন্য সরবরাহকৃত সব পিপিই-এর মান পরীক্ষা করা আবশ্যক। পরীক্ষা করে দেখা দরকার সরবরাহকৃত সব পিপিই হু ঘোষিত নির্দেশিকা অনুযায়ী মানসম্পন্ন কি-না।

বিবৃতিতে তারা আরও বলেন, অবিলম্বে জেলা পর্যায়ে সিভিল সার্জনের ব্যবস্থাপনায় এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে ইতোমধ্যে সরবরাহকৃত এসকল জরুরি উপকরণের মান পরীক্ষা করে নিশ্চিত করতে হবে। পরীক্ষায় অসন্তোষজনক পাওয়া গেলে অবিলম্বে তা ফেরত বা প্রত্যাহার করে মান সম্পন্ন পিপিই সরবরাহ করতে হবে। মনে রাখতে হবে- মান সম্পন্ন পিপিই সরবরাহে ব্যর্থ হলে জাতিকে বিশাল খেসারত দিতে হবে।