- রাজনীতি
- করোনার চিকিৎসা না দিতে পারলে ক্ষমতা ছেড়ে দিন: বাম জোট
করোনার চিকিৎসা না দিতে পারলে ক্ষমতা ছেড়ে দিন: বাম জোট

করোনা দুর্যোগে আপদকালীন বাজেট প্রণয়ন ও স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ ভাগ বরাদ্দ প্রদানের দাবি জনিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্দশা ও অনিয়ম-অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়ে নেতারা বলেছেন, সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং করোনা ও নন করোনা রোগীদের চিকিৎসা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জীবন ও খাদ্য নিরাপত্তা দিতে না পারলে সরকারে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিতে হবে। দেশবাসী আর একজন মানুষেরও বিনা চিকিৎসায় মৃত্যু দেখতে চায় না।
রোববার করোনা মোকাবিলায় বাম গণতান্ত্রিক জোট ঘোষিত ১১ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন।
দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সচিবালয়ের সামনে পুুলিশি বাঁধার মুখে পড়ে। সেখানেই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জোনায়েদ সাকি, সাজ্জাদ জহির চন্দন, মানস নন্দী, আকবর খান, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম সবুজ, হামিদুল হক প্রমুখ।
নেতারা স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ ভাগ বরাদ্দ, প্রত্যেক জেলা-উপজেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন, দিনে কমপক্ষে ৫০ হাজার পরীক্ষা করা, ফিল্ড হাসপাতাল নির্মাণ এবং ডাক্তার, নার্সসহ ফ্রন্ট লাইনারদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করাসহ বাম জোটের ১১ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন