- রাজনীতি
- সরকারের কাছে জনগণের জান-মাল-স্বাস্থ্য নিরাপদ নয়: মান্না
সরকারের কাছে জনগণের জান-মাল-স্বাস্থ্য নিরাপদ নয়: মান্না

ফাইল ছবি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান সরকারের কাছে দেশের জনগণের জান, মাল, স্বাস্থ্য- কোনোটাই নিরাপদ নয়। সরকার কোনো অনৈতিকতার বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। লুটতরাজ, দুর্নীতি, জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। কারণ সর্বোচ্চ পর্যায় থেকে এরা নিজেরাই নীতিহীন, নিষ্ঠুর ও দয়ামায়াহীন।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
মান্না আরও বলেন, 'রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি সম্পাদন নিয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে পরস্পরের প্রতি দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি এবং সরকারের শীর্ষ পর্যায়ের নীরবতায় মনে হয় না দেশে কোনো সরকার আছে। দেশ ও বিশ্ববাসীর কাছে এই সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। করোনার মধ্যে এরা ন্যূনতম সম্মানবোধ হারিয়ে ফেলেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে।'
তিনি বলেন, 'কোভিড-১৯ এর মতো বিষয় নিয়ে, তার শনাক্তকরণ নিয়ে এই সরকার ও সরকারের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ নীচতার পরিচয় দিয়েছে। এতে করে বিশ্বের সামনে আমাদের আর কোনো সম্মান অবশিষ্ট নেই।'
মন্তব্য করুন