- রাজনীতি
- ২৬ জুলাই সারাদেশে ‘ধিক্কার দিবস’ পালন করবে সিপিবি
২৬ জুলাই সারাদেশে ‘ধিক্কার দিবস’ পালন করবে সিপিবি

প্রতীকী ছবি
আগামী ২৬ জুলাই সারাদেশে ‘ধিক্কার দিবস’ পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট ও দুর্নীতি এবং করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসা করার ঘৃণ্য তৎপরতার প্রতিবাদে দিবসটি পালিত হবে। সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি করোনা রেসপন্স টিমের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, মিহির ঘোষ, রফিকুজ্জামান লায়েক, মাহাবুবুল আলম, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন