বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানের ‘ফিরোজা’য় গিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

জানা গেছে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এই সাক্ষাৎ করতে যান স্থায়ী কমিটির সদস্যরা। রাত ১০টা পর্যন্ত তারা সেখানে ছিলেন।

গত ২৫ মার্চ সরকারের আদেশে সাজা ৬ মাসের জন্য স্থগিত হওয়ার পর মুক্ত হয়ে খালেদা জিয়া তার বাসা 'ফিরোজা'য় আছেন। গত রোজার ঈদেরও স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এবার সাক্ষাতে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।