- রাজনীতি
- স্বাস্থ্য বুলেটিন সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে সিপিবি'র ক্ষোভ
স্বাস্থ্য বুলেটিন সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে সিপিবি'র ক্ষোভ

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিন সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, বুলেটিন সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর একটা গণআকাঙ্খাবিরোধী সিদ্ধান্ত নিলো। সরকারের এ সিদ্ধান্তে মানুষ হতাশ।
বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে আরও বলেছেন, এই বুলেটিনের ওপর পরিপূর্ণ আস্থা না থাকলেও দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে দেশবাসী একটা ধারণা পেতেন। সেখানে নানাধরনের পরামর্শে উপকৃত হতেন ভীতসন্ত্রস্ত মানুষ।
তারা বলেন, যেখানে বহুল প্রচারের মাধ্যমে মানুষের মধ্যে করোনাভাইরাস নিয়ে যে শৈথিল্য দেখা দিয়েছে তা কাটিয়ে উঠে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন ছিল সবচেয়ে জরুরি। তখনই সরকার মানুষের কাছে তথ্য লুকানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মানুষের মধ্যে আরো শিথিলতা দেখা দেবে। ফলশ্রুতিতে বাড়বে করোনা সংক্রমণের পরিমাণ।
বিবৃতিতে আবারও প্রতিদিন স্বাস্থ্য বুলেটিন প্রচারের জন্য সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানানো হয়। খবর: সংবাদ বিজ্ঞপ্তির
মন্তব্য করুন