করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এতথ্য নিশ্চিত করে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ফেসবুকে রুমিন ফারহানা করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়ে দোয়া চেয়েছেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি। তিনি জাতীয় গণতান্ত্রিক লীগের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা প্রয়াত অলি আহাদের মেয়ে। সংসদে সরকারের সমালোচনা করে বক্তব্যের কারণে তিনি বিশেষভাবে পরিচিত। এর আগে অন্তত ১৯ জন এমপির করোনা শনাক্ত হয়েছে।