- রাজনীতি
- ফ্যাসিবাদি দুঃশাসন মোকাবিলায় বৃহত্তর ঐক্য গড়ে তুলুন: জোনায়েদ সাকি
ফ্যাসিবাদি দুঃশাসন মোকাবিলায় বৃহত্তর ঐক্য গড়ে তুলুন: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি- ফাইল ছবি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ ফ্যাসিবাদ, লুটপাটতন্ত্র এবং দমন-পীড়ন ও নির্মমতার রাজত্ব কায়েম করেছে। জনগণের শক্তির সর্বস্তরে এক বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিবাদি দুঃশাসন মোকাবিলা এবং দেশ ও জনজীবন রক্ষা করতে হবে।
শনিবার গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় মুক্তিসংগ্রামের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে জোনায়েদ সাকি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে নজিরবিহীন ভোটডাকাতির মাধ্যমে সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। লুটপাট-দুর্নীতির এমন মহোৎসব সৃষ্টি করেছে যে, করোনা মহামারিতে স্বাস্থ্য উপকরণ নিয়েও দুর্নীতি চলছে। মুখে মাস্ক দিয়ে মানুষের শ্বাস নিতে যত না কষ্ট হচ্ছে, সরকারের দুঃশাসনে মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় নেতা তাসলিমা আখ্তার, বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু, দীপক রায়, বেলায়েত শিকদার, আলিমুল কবীর, ইমরাদ জুলকারনাইন, আইনুল হক প্রমুখ।
মন্তব্য করুন