- রাজনীতি
- জনগণের শক্তিই আসল শক্তি: ড. কামাল
জনগণের শক্তিই আসল শক্তি: ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন -ফাইল ছবি
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জনগণের মধ্যে যে শক্তি আছে, সেটাই আসল শক্তি। ইতিবাচক রাজনীতির মূল উৎস ছিল মানুষ। যদি এসব ব্যাপারে ইতিবাচকভাবে কাজ করে, সমস্যার কারণ চিহ্নিত করে এবং সবাই মিলে চেষ্টা করে তাহলে সমাধান পাওয়া যায়। বাংলাদেশের মানুষ কখনও নিষ্ক্রিয়ভাবে মাথায় হাত দিয়ে বসে থাকে না। তারা ঐক্যবদ্ধভাবে সমস্যা সমাধানে এগিয়ে আসে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরামারে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বেইলি রোড়ের নিজ বাসা থেকে টেলিফোনে যুক্ত হয়ে ড. কামাল এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাবে ও ড. কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে কেক কাটা হয়।
ড. কামাল হোসেন বলেন, বিভিন্ন দেশে দেখেছি সমস্যা এলে মানুষ মাথায় হাত দিয়ে বসে থাকে। কিন্তু বাংলাদেশে দেখেছি মানুষ কখনও নিষ্ক্রিয়ভাবে মাথায় হাত দিয়ে বসে থাকে না। যতই ভয়াবহ পরিস্থিতি সামনে আসে, তখন চেষ্টা করে কিভাবে ঐক্যবদ্ধভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। এটা হচ্ছে সুস্থ রাজনীতির অবদান। সুস্থ রাজনীতি মানুষকে সচেতন করে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। আমাদের অবশ্যই বাঁচতে হবে। বিক্ষিপ্তভাবে কাজ করে এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবো না।
দেশের অর্থনীতিকে পুরোপুরি পুনরুজ্জীবিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি মানুষের চাহিদা পূরণ করে। সরকারকে সেই ব্যবস্থা করতে হবে যাতে মানুষ ইতিবাচক অর্থনীতিতে অবদান রাখতে পারে। আমাদের বিদেশের রেমিট্যান্স যোদ্ধারা নিয়মিত দেশে টাকা পাঠাচ্ছেন। তারা দেশ প্রেমের পরিচয় দিয়ে যাচ্ছেন।
গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, ভয়-ভীতির রাজনীতি থেকে বের হয়ে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটি পুনরুদ্ধারে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তা ফিরিয়ে আনব।
দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে জানিয়ে রেজা কিবরিয়া বলেন, বর্তমান রাজনীতি হচ্ছে- জনগণ সব সময় সরকারের ভয়ে থাকে। যে রাজনীতিতে সরকার জনগণকে ভয় পায় আমাদের সেই রাজনীতি করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান, মোস্তাক আহমেদ, জহিরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন