- রাজনীতি
- দেশে বিরোধী রাজনীতির মাঠ শূন্য: মান্না
দেশে বিরোধী রাজনীতির মাঠ শূন্য: মান্না

মাহমুদুর রহমান মান্না -ফাইল ছবি
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে এখন রাজনীতি নেই। আর বিরোধী রাজনীতির মাঠতো প্রায় শূন্য। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরব হতে হবে। রাজনৈতিক সংগ্রামেই সংগঠন শক্তিশালী হয়। জনগণ আস্থা পায়।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক কূটনীতিক সাবিক আলী এবং অন্যান্যদের যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক ঐক্য।
আওয়ামী লীগের কাছে দেশ নিরাপদ নয় মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, এরা করোনা মোকাবিলা করতে পারেনি। করোনার কারণে যে অর্থনীতি ভেঙে পড়েছে তা আবার গড়ে তুলতে পারবে না তারা। গত ৪৯ বছরে দেশের মানুষ এরকম শাসক দেখেনি।
মান্না আরও বলেন, দেশে এখন কেউ স্বাস্থ্যবিধি মানেন না। শুধু স্বাস্থ্যবিধি মানেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা ঘর থেকে বের হন না। রিকশাওয়ালা, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ স্বাস্থ্যবিধি মানবেন কিভাবে? তাদের অধিকাংশ তো বেতন পায় না, তাহলে কিভাবে তারা স্বাস্থ্যবিধি মানবে। যার গাড়ি নেই, সে কিভাবে স্বাস্থ্যবিধি মানবে। পুরো দেশেই কোনো বিধান নেই। পুরো দেশকে নতুন করে গড়তে হবে। সেজন্য পুরনো দল দিয়ে হবে না, নতুন দল গঠন করতে হবে। সেই লক্ষ্যে নাগরিক ঐক্যের গঠন। করোনার সময় কতো লোক ঢাকা ছেড়েছেন, কত লোক দরিদ্র হয়েছেন সেই হিসেব সরকারের কাছে নেই। তাদের ধান্দা একটাই মেগা প্রজেক্ট করা। করোনার আগে চার কোটি লোক দরিদ্রসীমার নিচে ছিল। এখন এই সংখ্যা অনেক বেড়েছে। সরকারের কাছে এসবের কোনো তথ্য নেই।
তিনি আরও বলেন, একটি জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কি করে করলো, এটি কি তাদের টাকা। প্রতি বছর লাখ-কোটি টাকা পাচার হচ্ছে, অথচ মানুষের জীবন কচু পাতার পানির মতো হয়ে গেছে। একজন ওসি ২০০ জন লোককে মেরে বলে, প্রয়োজনে আরও মারবে। এটি কোনো দেশ, এটি তো একটি মৃত্যু উপত্যকা, বিচার বলে কিছু নেই।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, সাবেক কূটনীতিক সাকিব আলী, ফজলুল হক সরকার ও আনিসুল ইসলাম খসরু প্রমুখ।
মন্তব্য করুন