বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছন, আওয়ামী লীগের আমলে দেশে গুম-খুনের সংস্কৃতি চালু হয়েছে। আওয়ামী লীগের ইতিহাসে শুধু বাকশাল, দুর্ভিক্ষ- এগুলোই আছে। তাদের ইতিহাসে বিরোধী দলের ওপর নিপীড়ন, নির্যাতন, মানুষ হত্যা, বিচারবহির্ভূত হত্যা ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করার কোনো উদাহরণ নেই।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় রিজভী এসব বলেন। ১৫ আগস্ট নিয়ে তিনি বলেন, খন্দকার মোশতাকের কেবিনেটের ২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জন বাকশালের মন্ত্রী ছিলেন। ওই সময় জিয়াউর রহমান সেনাবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা ছিলেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তিন প্রধান খন্দকার মোশতাকের কাছে গিয়ে আনুগত্য প্রকাশ করলেও সেখানে জিয়াউর রহমান যাননি।

রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান এ দেশের রাজনীতি ও প্রশাসনের ক্ষমতায় আবির্ভূত হন। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে; জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। জিয়ার কার্যক্রম ছিল ইতিবাচক, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।