পাবনা-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এই উপনির্বাচনে দলটির প্রর্থী হিসেবে রেজাউল করিমের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভায় সাক্ষাৎকার শেষে রেজাউল করিমের নাম আগামী ২৬ সেপ্টেম্বরের উপনির্বাচনে ‘লাঙল’র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বোর্ডেও সদস্য জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি।