আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হয়েছেন বিজিএমইএ'র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। বর্তমানে এফবিসিসিআই'র সহ-সভাপতি তিনি। 

শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ২১তম জাতীয় কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে সিদ্দিকুর রহমানকে ওই পদে মনোনয়ন দিয়েছেন। 

গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকসহ কয়েকটি পদ শূন্য ছিল।