সমমনা জোটের সঙ্গে বিএনপির হাইকমান্ডের বৈঠক শুরু

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ১৬:৩৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ১৬:৩৮
সরকার পতনের এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঠিক করতে সমমনা দল ও জোটের শরীকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপির হাইকমান্ড।
বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির সঙ্গে দলটির হাইকমান্ড পৃথক বৈঠক করে। আগামী কয়েকদিন এ বৈঠক চলবে।
সরকার পতনে এক দফার যুগপৎ আন্দোলন শুরুর পর এবারই প্রথম এ ধরণের বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা দুর্গাপূজার পর এক দফার চূড়ান্ত আন্দোলনে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেন, সরকার ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনের পায়তারা করছে। এজন্য তারা সব ধরণের ষড়যন্ত্র করবে। তাই সতর্ক থাকতে হবে।
সরকারের পাতা ফাঁদে পা দিলে, দেশের গণতন্ত্র আর জনগণের ভোটাধিকারের সঙ্গে বেইমানি করলে ইতিহাসের আঁস্তাকুড়ে যেতে হবে বলে সতর্ক করেন বিএনপি নেতারা।
এ সময় বিএনপির শীর্ষ নেতারা দলের এক ত্যাগী নেতার জানাজায় সাধারণ মানুষের উপস্থিতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই নেতা পাঁচবারের এমপি ছিলেন। এলাকায় উন্নয়ন করেছেন। মানুষের উপকারও করেছেন। কিন্তু দেশের সঙ্গে বেইমানি করায় শেষ পর্যন্ত তিনি ঘৃণিত হিসেবে মৃত্যুবরণ করেছেন। সবাইকে লোভ-লালসা ত্যাগ করে দেশের জন্য সর্বোচ্চ আন্দোলনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা।
বৈঠকে জোট নেতারা বলেন, চলমান আন্দোলনে সফল না হলে দেশের মানুষ দীর্ঘদিনের জন্য ভোটাধিকার হারাবে এবং দেশ দীর্ঘদিনের জন্য অন্ধকার গহ্বরে চলে যাবে। দেশ ও জনগণের স্বার্থে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থেকে চূড়ান্ত আন্দোলনে তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
আজ বিকেল ৪টা থেকে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।
১২ দলীয় জোটের বৈঠকে ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে ছিলেন এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুতফুর রহমান প্রমুখ। বাংলাদেশ লেবার পার্টির বৈঠকে ছিলেন মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ আলী প্রমুখ।