ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তবে বড় কোনো শারীরিক সমস্যা হচ্ছে না তার।

বুধবার তার করোনাভাইরাস টেস্ট রিপোর্টের ফল পজিটিভ আসে। মাহবুব উল আলম হানিফ নিজেই সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন ধরেই শরীরে হালকা জ্বর ছিল। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করালে রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছি। এখানেই চিকিৎসা নিচ্ছি। তবে বড় কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।

মাহবুব উল আলম হানিফ তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।