জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তার দলই আওয়ামী লীগের একমাত্র বিকল্প শক্তি। বিএনপি রাজনীতির মাঠে দাঁড়াতে পারছে না। নেতৃত্বহীনতায় দলটির নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া আর আপসহীন নন। আপোষ করে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

বুধবার বনানীতে নিজ কার্যালয়ে জাপার খুলনা মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। 

খালেদা জিয়ার সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, 'তিনি এমনভাবে জেল থেকে বের হয়েছেন যে এখন দেশ ও মানুষের স্বার্থে একটি কথাও বলতে পারছেন না। বিএনপির আরেক নেতা তারেক রহমানের প্রতিও দলের নেতাকর্মীদের আস্থা নেই। জাপাই এই মুহূর্তে বিকল্প শক্তি।'

জিএম কাদের আরও বলেন, 'আওয়ামী লীগ মনে করে বঙ্গবন্ধু হত্যায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত। আবার ২১ আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় বিএনপি জড়িত বলেও মনে করে ক্ষমতাসীনরা। তাই রাজনীতির মাঠে বিএনপির টিকে থাকা অনিশ্চিত।'

তিনি বলেন, 'ফল যাই হোক আগামী প্রতিটি নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত মাঠে থাকবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে কেউ জাতীয় পার্টিতে থাকতে পারবে না।'

মতবিনিময় সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, 'ডাবল এ প্লাস পেয়ে রাজনীতির মাঠে রয়েছে জাতীয় পার্টি। বাকিদের গ্রেড মাইনাস সি।'

খুলনা মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক এস এম আল যুবায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এ টি ইউ তাজ রহমান, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।