- রাজনীতি
- বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত
বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনায় আক্রান্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার পরীক্ষায় বুলু, তার স্ত্রী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান (সানিয়াত) ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের (সাবিত) করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এরপর রাতেই তারা রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে সবাই ইউজিসি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ'র অধীনে চিকিৎসা নিচ্ছেন।
এসব তথ্য জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিষয়ক সহ সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিম সুমন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি হলেও বুলু পরিবারের সবাই এখন ভালো আছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন