বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকার বড় বড় কথা বলছে আর বিএনপিকে সবক দিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কথায় কথায় সবক দিচ্ছেন যে, বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি মরে যাচ্ছে, বিএনপি শেষ হয়ে যাচ্ছে ইত্যাদি। বিএনপি যদি শেষ হয়ে যায় তাতে আপনাদের এত চিন্তা কেন? আসলে তারা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে জিয়া পরিবারকে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল হক খান মিলনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ সভায় আয়োজন করা হয়। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মিলনের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন ডাকসুর সাবেক সভাপতি আমান উল্লাহ আমানসহ নেতারা।

সেলিমা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দুঃশাসন এবং দুর্ভিক্ষ দেখা যায়। দুঃশাসন ও দুর্ভিক্ষে বাংলাদেশ আজ অচল হয়ে গেছে। দুর্ভিক্ষ আমাদের দরজায় কড়া নাড়ছে। দ্রব্যমূল্য আজকে আকাশছোঁয়া, সাধারণ মানুষ খেতে পারছে না, হাজার হাজার যুবক এখন বেকার। তার পরও সরকার নিশ্চিন্তে ঘুমাচ্ছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গৃহবন্দি অবস্থায় আছেন। তিনি জামিন পাননি। তিনি জামিন পাওয়ার যোগ্য সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয়নি। বিচার বিভাগ সম্পূর্ণভাবে বর্তমান সরকারের অধীনে। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য তাকে বন্দি করে রাখা হয়েছে।

আমান উল্লাহ আমান বলেন, এ সরকারের কোনো বৈধতা নেই। তাদের হটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এক দফার আন্দোলনে যেতে হবে। আলোচনা সভায় সাবেক ছাত্রনেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন মানিক, খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।