পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: ওবায়দুল কাদের
![পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: ওবায়দুল কাদের পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে কথা হয়ে গেছে: ওবায়দুল কাদের](https://samakal.com/media/common/thumb-bg.gif)
ছবি- ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩ | ১২:০৬ | আপডেট: ১২ অক্টোবর ২০২৩ | ১৬:৩১
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদের এ সমাবেশে মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ দেন।
ওবায়দুল কাদের বলেন, আমেরিকার মুরুব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ। এখন পিটার হাস আর কী করবেন?
তিনি বলেন, ‘বিএনপিকে আমেরিকা রোগে পেয়েছে। এ জন্য সকালে ঘুম থেকে উঠে, লাঞ্চ ও ডিনারে দৌড়ে পিটার হাসের কাছে যাচ্ছে। জানি না, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কী স্বপ্ন দেখিয়েছেন! ক্ষমতার স্বপ্ন দেখিয়ে লাভ নেই। দিল্লি বহুদূর, ক্ষমতা বহুদূর।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিকে নির্বাচন নিয়ে আর কোনো খেলা আমরা খেলতে দেব না।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে থাকলে এ দেশে নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। তিনি নজিরবিহীন উন্নয়ন করেছেন, নজিরবিহীন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করবেন। মির্জা ফখরুলরা নির্বাচনে অংশ না নিলে আম-ছালা সবই হারাবে।’
এ সময় নেতাকর্মীর উদ্দেশে তিনি সম্পাদক বলেন, ‘এখন কোয়ার্টার, সামনে সেমিফাইনাল। এরপর জানুয়ারিতে ফাইনাল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা– খেলা হবে সারা বাংলায়। প্রস্তুত হয়ে যান, এখনই ক্লান্ত হওয়া যাবে না।’
২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলাসহ বিএনপি আমলে মানুষ হত্যার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এখানে এলে বিএনপি কত ভয়ংকর, কত নিষ্ঠুর– বারবার দেখতে পাই। বিএনপির ফাউলের জবাব দিতে হবে লাল কার্ড দেখিয়ে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন প্রমুখ।