ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

প্রশ্ন ওবায়দুল কাদেরের

একটা-দুইটা দল অংশ না নিলে ইলেকশনের কী ক্ষতি?

একটা-দুইটা দল অংশ না নিলে ইলেকশনের কী ক্ষতি?

বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ০৩:৩২ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ০৪:২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন হচ্ছে তাতে কেউ অংশ না নিলে নির্বাচন আটকে থাকবে না। বহু দল এই নির্বাচনে অংশ নেবে। একটা-দুইটা দল অংশ না নিলে ইলেকশনের কী ক্ষতি? তাতে ইলেকশন কি অবৈধ হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না?’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইলেকশনে অংশ নেওয়া আপনার অধিকার। এটা কারও দয়া নয়। তবে আপনি (নির্বাচনে) না এলে আমি কী করব? কেউ নিজের অধিকার যদি প্রয়োগ না করে, সেটার জন্য তারা দায়ী।’

আজ বুধবার সকালে ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘নির্বাচন হবে আমাদের সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে।’

বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘খুনের মামলা, অস্ত্র মামলার আসামিদের আটক করা কি অপরাধ? সুনির্দিষ্ট অভিযোগ আছে। অগ্নিসন্ত্রাস, ভাঙচুরের মামলায় যারা জড়িত তাদের বিষয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে। তাদের গ্রেপ্তারি পরোয়ানা নতুন করে নয়।’ 

whatsapp follow image

আরও পড়ুন

×