ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন গ্রেপ্তার

বিএনপির যুগ্ম মহাসচিব খোকন গ্রেপ্তার

খায়রুল কবীর খোকন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ০৩:২৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ০৬:৪৯

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর সিপাহীবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

খায়রুল কবীর খোকনের স্ত্রী শিরিন সুলতানের বরাত দিয়ে তিনি জানান, রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্ট ভবনে ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ গণমাধ্যমকে জানান, খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও জানায়নি পুলিশ।



আরও পড়ুন

×