ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আ‌ন্দোল‌নে জাপা‌র সমর্থন

পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আ‌ন্দোল‌নে জাপা‌র সমর্থন

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

সমকাল প্রতি‌বেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১০:২১ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১০:২৬

ন্যূনতম মজু‌রি ৮ হাজার থে‌কে বা‌ড়ি‌য়ে ২৩ হাজার টাকা করার দা‌বি‌তে পোশাক শ্রমিক‌দের চলমান আ‌ন্দোল‌নে সমর্থন জা‌নি‌য়ে‌ছে সংস‌দের বিরোধী দল জাতীয় পা‌র্টি (জাপা)। বৃহস্প‌তিবার এক বিবৃ‌তি‌তে এ ঘোষণা দি‌য়ে দল‌টির চেয়ারম্যান জি এম কা‌দের ব‌লে‌ছেন, ‘তৈরি পোশাক খা‌তের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ও আ‌ন্দোলন যৌক্তিক।’

বি‌রোধীদলীয় উপ‌নেতা জি এম কাদের বলেছেন, ‘যে শ্রমিকরা বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারাই সবচেয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশের সমৃদ্ধিতে অবদান রাখা শ্রমিকদের সঙ্গে অমানবিক বৈষম্য চলছে। সভ্য সমাজে এমন বৈষম্য বেমানান। গত পাঁচ বছ‌রে গা‌র্মেন্টস শ্রমিক‌দের মজু‌রি বা‌ড়ে‌নি।’

জি এম কা‌দের ব‌লে‌ছেন, ‘২০১৮ সালের ৮ হাজার টাকা বেতন কাঠামোতে এখন আর শ্রমিকদের জীবন চলে না। দফায় দফায় নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ৮ হাজার টাকায় একটি পরিবারের খাবার খরচই অসম্ভব। বাসা ভাড়া, চিকিৎসা, পোশাক ও সন্তা‌নের লেখাপড়ার খরচ চালাবে কীভাবে? গবেষণা সংস্থা সিপিডির সর্বশেষ গবেষণা অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারে মাসিক খাবার খরচই ২২ হাজার ৪২১ টাকা। তাই সর্বনিম্ন ২৩ হাজার টাকা মজু‌রির দাবি মানবিক কারণেই মেনে নিতে হবে।’

আন্দোলনকারী‌দের স‌ঙ্গে সদয় আচরণ করার আহ্বান জানি‌য়ে‌ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

আরও পড়ুন

×