২৮ তারিখে বিএনপির রাজনীতির কবর দেওয়া হবে: মন্নাফী

জবি প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১১:৫৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১১:৫৮
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেছেন, ঢাকা শহর আওয়ামী লীগে কব্জায় থাকবে। আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমাদের ঢাকা। আওয়ামী লীগ হারে না, হারবে না। দেশে বিএনপি জামায়াতের কোনো জায়গায় হবে না। ২৮ তারিখে বিএনপির রাজনীতির কবর দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ আওতাধীন সূত্রাপুর গেন্ডারিয়া ও ওয়ারী থানা আয়োজিত প্রস্তুতি সভা ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মীদের উদ্দেশে মন্নাফী বলেন, এমনভাবে প্রস্তুতি নেবেন যেন বিএনপি জামায়াত ঘর থেকে বের হওয়ার সুযোগ না পায়। রাজপথ আমাদের দখলে থাকবে। বাঁশের মাথায় জাতীয় পতাকা নিয়ে আমরা মাঠে থাকব। দেখি কারা আসে শেখ হাসিনাকে নামাতে।
তারেক জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, নাকে খর দিয়ে দেশ থেকে পালানো তারেক আজ বড় বড় কথা বলে। দেশে এলে তার জিহ্বা কেটে নেওয়া হবে। তার বাপের কোনো দিন সাহস হয়নি গলা উঁচু করে কথা বলার, আর চোর তারেক শেখ হাসিনাকে নামাতে চায়। বিএনপির মাজা ভেঙে দেওয়া হবে এবার।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি সাজেদা বেগম। এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আওয়ামী লীগ
- মন্নাফী
- ২৮ অক্টোবর
- বিএনপি