ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

জরুরি বৈঠকে বিএনপি নেতারা

জরুরি বৈঠকে বিএনপি নেতারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১৭:০৬

মহাসমাবেশকে সামনে রেখে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের এক সদস্য সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সেলের সদস্য কাজী মিরাজ উপস্থিত আছেন।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এ ছাড়াও মাঠে রয়েছে জামায়াতে ইসলামী। এ দলটি শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

×