১২ দলীয় জোটের মহাসমাবেশ শনিবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩ | ০৭:৩৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ | ০৭:৩৩
অবিলম্বে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় একদফা দাবিতে আগামীকাল শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বরে) ১২ দলীয় জোটের এই মহসমাবেশ হবে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
তিনি জানান, শনিবার দুপুর ২টায় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
- বিষয় :
- খালেদা জিয়া
- ১২ দলীয় জোট