ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

নটর ডেম এলাকায় জামায়াত-শিবির ও পুলিশ মুখোমুখি

নটর ডেম এলাকায় জামায়াত-শিবির ও পুলিশ মুখোমুখি

আরামবাগ মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের ঘেরাও করে রেখেছে পুলিশ। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:০২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ০৬:০২

সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয়েছে জামায়াত-শিবির কর্মীরা। নটর ডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। 

শনিবার সকাল থেকে এই এলাকায় তাদের আটকে দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ। 

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সমকালকে বলেন, জামায়াত-শিবিরের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না জানি না। তবে তাদের আরামবাগের মুখ থেকে তাদের মতিঝিল শাপলা চত্বরের দিকে যেতে দেওয়া হবে না।

এদিকে জামায়াত সূত্র সমকাল‌কে জা‌নায়, সরকা‌রের মন্ত্রী এবং পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। তাদেরকে জামায়াত আশ্বস্ত ক‌রে‌ছে শান্তিপূর্ণ সমা‌বেশ হ‌বে। এর প্রেক্ষি‌তে পু‌লি‌শও জামায়াত‌কে মহাসমা‌বেশ কর‌ার মৌ‌খিক অনুম‌তি দি‌য়ে‌ছে। তবে এ বিষ‌য়ে পু‌লি‌শের কোনো বক্তব‌্য জানা যায়নি।

whatsapp follow image

আরও পড়ুন

×